উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ৮ এপিবিএনের অভিযানে গ্রেপ্তার বিভিন্ন মামলার তিন আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে রোহিঙ্গা শিবিরে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) অভিযান চালিয়ে হত্যা ও পুলিশের ওপর হামলা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া আগ্নেয়াস্ত্র, গুলিসহ এক আসামিকেও গ্রেপ্তার করা হয়। ২ জুলাই (রোববার) রাত থেকে ৩ জুলাই (সোমবার) বিকেলের মধ্যে অভিযানটি পরিচালিত হয়।

গ্রেপ্তার আসামিদের নাম মহিবউল্লাহ (২৮), রহিম আলী (৩৮), আয়াত উল্লাহ (২০) ও আক্তার হোসেন (২৭)। তাঁদের মধ্যে প্রথম তিনজন বিভিন্ন হত্যা মামলা ও পুলিশের ওপর হামলা মামলার আসামি। চতুর্থ জনের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।

৮ এপিবিএনের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার আসামি। ছবি: বাংলাদেশ পুলিশ

৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএনের একটি দল ২ জুলাই রাত পৌনে ৮টা থেকে পরদিন বিকেল পৌনে ৫টা পর্যন্ত উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ক্যাম্প-১৩-এর ই/৩ ব্লক থেকে মহিবউল্লাহ, রহিম আলী, আয়াত উল্লাহ ও আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদে আক্তারের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বসতঘর থেকে একটি ওয়ান শুটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়।