কক্সবাজারের উখিয়ার ১৪ এপিবিএনের নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের সদস্যদের সঙ্গে আরসা সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। এ সময় অস্ত্র, গুলিসহ ৩ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
১৪ এপিবিএনের নৌকার মাঠ বালুর ক্যাম্পের সদস্যরা আজ ৩ আগস্ট ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত উখিয়া থানাধীন ৪ নং রাজাপালং ইউপির রোহিঙ্গা ক্যাম্প-৭ এর জি ব্লক ও ক্যাম্প-৬ এর ডি ব্লকের মাঝামাঝি স্থানে অভিযান চালান। এ সময় আরসা সন্ত্রাসীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন।
পুলিশও নিজেদের জানমাল রক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করতে করতে সন্ত্রাসীদের ধাওয়া করে ৩ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হাসেম (৩০), মো. রুহুল আমিন (২৩) ও মো. কামরুল হাসান (২২)।
তাঁদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ৬টি গুলি ও ৩টি গুলির খোসা, ১টি ক্লিনিং উদ্ধার করা হয়।
অভিযান চালানোর সময় ১৪ এপিবিএনের অফিসার ও ফোর্স নিজেদের জানমাল রক্ষার্থে মোট শটগানের ২৪টি লেডবল কার্তুজ ফায়ার করেন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পুলিশ টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।