কক্সবাজারের উখিয়ায় আট হাজার ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার রোহিঙ্গা ক্যাম্প-১(ইস্ট) এলাকায় অভিযান চালিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (১৪ এপিবিএন) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্র জানায়, গত রোববার দুপুর আড়াইটার দিকে লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় লাম্বাশিয়া পুলিশ ক্যাম্পের অপারেশন অফিসার পুলিশ পরিদর্শক মো. জালাল উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করে পলাতক রোহিঙ্গা আসামি মো. ফারুক আহমেদকে তাঁর বসতঘর থেকে আট হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করা হয় ।