কক্সবাজারের উখিয়ায় আট হাজার ইয়াবা বড়িসহ দুজন রোহিঙ্গা ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার বিকেল চারটার দিকে লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রফিক (২৫) ও মো. ইদ্রিস (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেল চারটার দিকে ওই এলাকায় লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাঁদের চার হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।