পাবনার ঈশ্বরদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঈশ্বরদীর রূপপুর মোড় এলাকায় ৯ মার্চ (বুধবার) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারির নাম মো. হিমেল (১৯)।

জেলা পুলিশ জানায়, পাবনার পাকশী ফাঁড়ির একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী থানার রূপপুর মোড় এলাকায় একটি হোটেলে ৯ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে হিমেলকে গ্রেপ্তার করেছে। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। হিমেলের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।