ঈদুল আজহা উপলক্ষে সিলেটের আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বাড়তি সতর্কতা নিয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীর বিভিন্ন এলাকা টহল দিয়েছে ৭ এপিবিএন।
সিলেট মহানগরের গুরুত্বপূর্ণ মার্কেটসহ বিভিন্ন এলাকায় গতকাল শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত এই টহল দেওয়া হয়।
নিরাপত্তা নিশ্চিত করাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই টহল পরিচালিত হয়। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা হয়নি।