পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে নেত্রকোনা জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।
ঈদ সামনে রেখে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করবে বলে জানান পুলিশ সুপার।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা সভায় উপস্থিত ছিলেন।