ইয়েমেনে সৌদি আরব সমর্থিত সরকারের বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলায় ২৬৪ জন হুতি বিদ্রোহী নিহত হয়েছে। ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশপাশে এ লড়াই চলছে। খবর আল-জাজিরার।
সৌদি নেতৃত্বাধীন জোট বলেছে, সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে নিহত হুতি বিদ্রোহীদের সংখ্যা তাদের পক্ষে নিরূপণ করা সম্ভব হয়নি। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরাও নিহত যোদ্ধাদের সংখ্যা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি সৌদি জোটকে উদ্ধৃত করে বলেছে, গত তিন দিনে হুতি বিদ্রোহীদের ৩৬টি সামরিক বাহন ধ্বংস করা হয়েছে এবং ২৬৪ জনের বেশি নিহত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দুই সপ্তাহ ধরে মারিবের আশপাশে প্রায় প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে।