খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ২৫০টি ইয়াবা বড়ি, ৮ বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রয়লব্ধ ২ হাজার ৪০০ টাকাসহ চার কারবারি গ্রেপ্তার হয়েছেন।
মহানগরীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার অভিযানে তাঁরা গ্রেপ্তার হন।
ওই চারজন হলেন খুলনা থানার ইয়াকুব গলি নতুন বাজার এলাকার জাহিদুল ইসলাম গাজী (৩৬), সোনাডাঙ্গা মডেল থানার ছোট বয়রা ডাক্তারপাড়া মসজিদ গলির লিটন শেখ (৩৪), বটিয়াঘাটা থানার গাওঘারা গায়েরহাট বাজার এলাকার এস এম মফিদুল ইসলাম (২৯) ও আড়ংঘাটা থানার দক্ষিণপাড়া খালপাড় রোড এলাকার মোস্তফা শেখ (৫৪)।
ওই চারজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা হয়েছে।