কেএমপির অভিযানে ইয়াবা বড়ি, গাঁজাসহ গ্রেপ্তার কারবারিদের একজন। ছবি: কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২৫টি ইয়াবা বড়ি, ৫০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।

মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও খালিশপুর থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন খালিশপুর থানার মুজগুন্নি দক্ষিণপাড়ার খায়রুল আলম সাগর (২৯) ও খুলনা থানার রায়পাড়া মেইন রোডের বাসিন্দা মিলন খাঁ (৩০)।

এ দুজনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে।