খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে ৭০টি ইয়াবা বড়ি ও ১১০ গ্রাম গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
খালিশপুর ও দৌলতপুর থানা এলাকা থেকে ২৪ ঘণ্টার অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন খালিশপুরের পদ্মা রেলগেট এলাকার সাইফুল ইসলাম (২৬) ও দৌলতপুর থানার কবির বটতলা এলাকার মনির হোসেন (৩৫)।
গ্রেপ্তার কারবারিদের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়েছে।