কামরাঙ্গীচরের পশ্চিম রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে ইয়াবা, আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম লাবণী বেগম। খবর ডিএমপি নিউজের।
কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববার (১৯ জুন) এসআই মো. শিহাবুল ইসলাম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সংবাদ পান, পশ্চিম রসুলপুর বাগানবাড়ি এলাকায় কিছু ব্যক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছেন।
এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার, ফোর্সসহ ওই এলাকায় অভিযান চালিয়ে রাত ১০টা ৫০ মিনিটের দিকে ৫ গ্রাম আইস, ১ হাজার ইয়াবাসহ লাবণী নামের একজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, গ্রেপ্তার লাবণীর নামে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন। আর এবার ইয়াবা, আইসসহ গ্রেপ্তার হওয়ায় আরও একটি মামলা হয়েছে।