রাজধানীর যাত্রাবাড়ী থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা-পুলিশ। তাঁর নাম মো. সুমন হাওলাদার।
শুক্রবার (১ এপ্রিল) রাত ৮টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। খবর ডিএমপি নিউজের।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) জানান, যাত্রাবাড়ী থানার সাইনবোর্ড এলাকার কুবা মসজিদের সামনে একজন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা বড়িসহ সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।