খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ২০০টি ইয়াবা বড়িসহ দুই কারবারি গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খালিশপুর থানা এলাকা থেকে সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন খালিশপুরের পিপলস নিউ কলোনির আজিম শিকদার (৩৭) ও বাগেরহাটের মোল্লাহাট থানার গাংনী এলাকার নাইমুল ইসলাম (২৪)।
দুজনের নামে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।