সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ৫৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার (১৭ মে) নগরীর শাহ পরান থানাধীন শাহজালাল উপশহরের জালালাবাদ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামি সাইফুল ইসলামের (২৭) বাড়ি সিলেটের কানাইঘাট থানা এলাকায়।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।