বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার সদস্যরা অভিযান চালিয়ে ৮৫টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
সোমবার (২৪ জুলাই) রাতে কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. কামরুল ইসলাম কিসলু (৪১) ও মো. শাহিন (৩২)। তাঁদের বাড়ি কাউনিয়া থানা এলাকায়।
তাঁদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।