পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার অভিযানে ২ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) নগরীর চান্দগাঁও থানাধীন কালুরঘাট ফেরিঘাট থেকে আসামি আবু তাহের ও মুন্সি আজমীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) হৃদয় মাহমুদ লিটন জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।