চুয়াডাঙ্গার দর্শনা থানা-পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২২ মে) রাতে দর্শনা থানাধীন রেল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মারুফ হোসেন খন্দকারের (৩৯) বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ থানা এলাকায়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।