কুড়িগ্রামে রৌমারী থানা-পুলিশের অভিযানে ৯৮০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) রৌমারী থানাধীন সুখেরবাতি কারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. আব্দুল মান্নান মন্ডলকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের মফিজমোড় এলাকায় একটি ট্রলি থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে গেছেন।
কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী জানান, এসব ঘটনায় নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।