পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

কিশোরগঞ্জের কটিয়াদী থানা-পুলিশের অভিযানে ৪২টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (১ অক্টোবর) রাতে কটিয়াদী থানাধীন লোহাজুরি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. সাইফুল ইসলামের (২৮) বাড়ি কটিয়াদী থানাধীন দক্ষিণ লোহাজুরি এলাকায়।

কটিয়াদী থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বাদল জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।