কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ কটিয়াদী থানা এলাকা থেকে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় শনিবার কটিয়াদীর বাগপাড়া মোড়সংলগ্ন কাঠবাগানের সামনে থেকে আসামি খাইরুলকে (২৫) ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কটিয়াদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।