পুলিশি হেফাজতে আসামি এবং জব্দ করা ইয়াবা বড়ি। ছবি : বাংলাদেশ পুলিশ

খাগড়াছড়ির পানছড়ি থানা-পুলিশের অভিযানে ১৫০টি ইয়াবা বড়িসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) দুপুরে পানছড়ি থানাধীন উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি শাহানাজ বেগমের (৫৫) বাড়ি পানছড়ি থানাধীন উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়ায়।

পানছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউছুফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।