সিলেটের দক্ষিণ সুরমা থানার অভিযানে ইয়াবা বড়িসহ এক মাদক কারবারি গ্রেপ্তার হয়েছেন।
থানার হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ফুলকলি নামের দোকানের সামনে থেকে গত বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহেদ হোসেনের (২৮) বাড়ি মৌলভীবাজারের বড়লেখা থানার অর্জনপুর এলাকায়। তাঁর কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জাহেদকে আদালতে পাঠানো হয়েছে।