চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) উত্তর ও দক্ষিণ বিভাগের অভিযানে ৪ হাজার ৭৪৫টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে কোতোয়ালি থানাধীন জামালখান ওয়ার্ড কাউন্সিলর অফিসের পেছনে ভান্ডারী নিবাস রাব্বী কলোনি এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মনজুরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করে ডিবি।
মনজুরুলের নামে সিএমপির কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।