ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার সদস্যরা ৮৫০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (৯ আগস্ট) রাতে বাড্ডা থানাধীন ১০০ ফিট রোডের পাঁচখোলা এলাকা থেকে আসামি মেহেদী হাসান বুলবুলকে গ্রেপ্তার করা হয়।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম জানান, আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।