কুমিল্লার বুড়িচং থানা-পুলিশের অভিযানে ১ হাজার ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুরে বুড়িচং থানাধীন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ থেকে আসামি মো. নাসিম চৌধুরীকে (২২) গ্রেপ্তার করা হয়।
উপপরিদর্শক (এসআই) মিঠুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।