খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় জ্যোতিষ মেম্বারপাড়া এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। খবর কালের কণ্ঠের।
গ্রেপ্তার আসামি নাম রুবেল আহাম্মদ (২৫), তিনি পানছড়ির পাইলট ফার্ম এলাকায় বাস করেন।
বুধবার সন্ধ্যায় বিশেষ অভিযানে দায়িত্ব পালনের সময় জ্যোতিষ মেম্বারপাড়া এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাঁর দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ২৬টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।
পানছড়ি থানার ওসি হারুনুর রশিদ জানান, এ বিষয়ে পানছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।