ইন্দোনেশিয়ার বানতেন প্রদেশের এক কারাগারের জনাকীর্ণ একটি ব্লকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।এতে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।
দেশটির আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিভাগের মুখপাত্র রিকা আপ্রিয়ান্তি জানিয়েছেন, আজ বুধবার রাত ১টা থেকে ২টার মধ্যে তানগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগে এবং পরে তা নিভিয়ে ফেলা হয়। কর্তৃপক্ষ কারাগারটি থেকে সব বন্দিকে সরিয়ে নিচ্ছে। খবর বিডিনিউজ২৪ডটকমের।
আপ্রিয়ান্তি বলেন, অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। সি ব্লকের ধারণক্ষমতা ১২২ জন আর সেখানে মাদকসংক্রান্ত অপরাধে জড়িত বন্দিদের রাখা হয়েছিল।
কারাগারটিতে ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি ছিলেন বলে নিশ্চিত করলেও অগ্নিকাণ্ডের সময় সি ব্লকে কতজন বন্দি ছিলেন, তা বলেননি তিনি।
স্থানীয় টেলিভিশন নেটওয়ার্ক কম্পাস টিভির ফুটেজে একটি উঁচু ভবনের ওপর থেকে দমকল কর্মীদের আগুনের বিশাল শিখা নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।
এই সংবাদমাধ্যমে ৪১ জন নিহত এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন বলে জানানো হয়।
পুলিশের মুখপাত্র ইউশ্রি ইউনুস মেট্রো টেলিভিশনকে বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ৭৩ জন সামান্য আহত হয়েছেন বলে পুলিশি প্রতিবেদন উদ্ধৃত করে জানিয়েছে মেট্রো টেলিভিশন।