
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জ এর হিসাব শাখার বার্ষিক পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মো. জিহাদুল কবির বিপিএম (সেবা), পিপিএম।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শন করেন তিনি। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মাসুদ আহাম্মদ তাঁর সঙ্গে ছিলেন।
এ সময় ডিআইজি মো. জিহাদুল কবির বিপিএম (সেবা), পিপিএম-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহা. আসাদুজ্জামান। পরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, নারায়ণগঞ্জের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অর্নার দেয়।
পুলিশ সুপার কার্যালয়ের হিসাব শাখা পরিদর্শনকালে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন ডিআইজি মো. জিহাদুল কবির বিপিএম (সেবা), পিপিএম। পরে কাঁচপুর ক্যাম্পের অস্ত্রাগার, রেশন স্টোর ও ডি-স্টোরসহ সংশ্লিষ্ট দপ্তর পরিদর্শন করেন তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাসের জনি, মো. ইমরান আহম্মেদ এবং সহকারী পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিতি ছিলেন।
