পাবনা জেনারেল হাসপাতালে কর্মরত ইন্টার্ন ও নার্সিং শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম সাদ্দাম।
আজ শুক্রবার ভোরে পাবনা সদর উপজেলার ভাড়ারা গ্রাম থেকে গ্রেপ্তার হন ওই ব্যক্তি। খবর দ্য ডেইলি স্টারের।
পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করেছেন।
যা ঘটেছিল
গত ৩১ জানুয়ারি বিকেলে সাদ্দাম এক রোগীর কাছে অতিরিক্ত টাকা চান। ওই সময় একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ছাত্রীকে মারধর করেন সাদ্দাম।
পরে সাদ্দামসহ অজ্ঞাতপরিচয়ে ৪-৫ জন বহিরাগতকে আসামি করে গতকাল বৃহস্পতিবার পাবনা সদর প্রাইভেট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজা হোসেন মামলা করেন।
ওসি কৃপা সিন্ধু বালা বলেন, গ্রেপ্তার সাদ্দাম মারধরের অভিযোগ স্বীকার করেছেন। সেই সঙ্গে হাসপাতালের দালালদের সম্পর্কে অনেক তথ্য দিয়েছে। সাদ্দামকে আদালতের মাধ্যমে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।