বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যাওয়ার্ড পেয়েছে।

১৯ অক্টোবর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।

বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের ২০২১-২০২৩ এর স্ট্র‍্যাটেজিক প্ল্যানের আওতায় নারী পুলিশ কর্মকর্তাদের কর্মদক্ষতা, পেশাদারত্ব ও সেবার মান বৃদ্ধি করা; সেই সাথে সমাজের নারী শিশু ও সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। এরই আওতায় জেন্ডার রেসপন্সিভ পুলিশিং অনলাইন পোর্টালের মাধ্যমে বাংলাদেশ পুলিশের ৬০ হাজারের বেশি পুলিশ সদস্যকে অনলাইনে জেন্ডার রেসপন্সিভ পুলিশিং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ বাংলাদেশ পুলিশকে আরও অনলাইন প্রশিক্ষণ প্রদানে উৎসাহিত করেছে। এ ছাড়া সাইবার নিরাপত্তা বিশেষত নারীর বিরুদ্ধে সংঘটিত সাইবার অপরাধ সম্পর্কিত সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন কাজ করে যাচ্ছে।

এসব কাজের ওপর ভিত্তি করে এই পুরস্কারে ভূষিত করা হয় নারী পুলিশ কর্মকর্তাদের এই সংগঠনটিকে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন আমেনা বেগম, বিপিএম, ডিআইজি, স্পেশাল ব্রাঞ্চ ও সভাপতি বিপিডব্লিউএন।

অনুষ্ঠানে শামীমা বেগম, বিপিএম, পিপিএম, ডিআইজি (সিটিটিআই), স্পেশাল ব্রাঞ্চ, সহসভাপতি বিপিডব্লিউএন, সালমা বেগম পিপিএম, ডিআইজি, হাইওয়ে পুলিশ, শাহীনা আমিন, পিপিএম, সিও, এপিবিএন ১১, সহসভাপতি বিপিডব্লিউএন ও বিপিডব্লিউএন এর অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া আইসিটি ডিভিশন বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, বিটিআরসি এবং ইউএনডিপি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।