ইতালির দক্ষিণাঞ্চলীয় উপকূলে জাহাজ ডুবে নারী, শিশুসহ ৫৮ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। ৮১ জন বেঁচে গেছেন এবং ২০ জনকে হাসপাতালে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ক্যালাব্রিয়া উপকূলের সাগর-তীরবর্তী রিসোর্ট স্টেকাটো ডি কুত্রর কাছে ঘটনাটি ঘটে। খবর রয়টার্সের।
প্রাদেশিক এক সরকারি কর্মকর্তা জানান, ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় ক্রোটোন শহরের কাছে ভেড়ার চেষ্টা করার সময় পাথরে ধাক্কা খেয়ে জাহাজটি ভেঙে যায়।
জাহাজটিতে ইরান, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন বলে জানিয়েছে ইতালির একটি সংবাদ সংস্থা।