গাজীপুরের কাপাসিয়ায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০টার দিকে এ সভা হয়।
সভায় ১১টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা অংশ নেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস. এম. তরিকুল ইসলাম, ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) এস. এম. শফিউল্লাহ বিপিএম, জেলা নির্বাচন অফিসার কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) ফারজানা ইয়াছমিন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ. কে. এম গোলাম মোর্শেদ খান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ. এফ. এম নাসিম।
মতবিনিময় সভায় ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান গাজীপুরের এসপি।