ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দা জানাতে পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগ দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
তিনি সানডে টাইমসকে বলেন, ‘যত সময় যাচ্ছে, রুশ নৃশংসতা বাড়ছে। আমি মনে করি, সক্রিয় বা পরোক্ষভাবে পুতিনের আগ্রাসনের নিন্দা করা ক্রমেই আরও কঠিন ও রাজনৈতিকভাবে বিব্রতকর হয়ে উঠছে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যেসব দেশ এখনো সরব হয়নি, তাদের মধ্যে দ্বিধা কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি মনে করি, বেইজিংয়ে আপনি দ্বিতীয় চিন্তাভাবনা দেখতে পাবেন।’ খবর বাসসের।
নতুন হামলায় বেশ কিছু মানুষ নিহত হওয়ার পর শনিবার রুশদের বিরুদ্ধে নিন্দা জানানোর জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন।
রাশিয়ায় চীনের সম্ভাব্য সামরিক সহায়তা পাঠানো বা পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো এড়াতে মস্কোকে সহায়তা করার বিষয়ে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে।