যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য কখনোই জয় বয়ে আনবে না।
স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে বাইডেন এ মন্তব্য করেন। খবর বাসসের।
তাঁর এ বক্তব্যের মধ্যে রুশ হামলায় ইউক্রেনে মানবিক বিপর্যয়ে বিশ্বব্যাপী ক্ষোভ তীব্র হয়েছে।
বক্তব্যে পুতিনকে তীব্র আক্রমণ করে বাইডেন বলেন, রাশিয়া চরম মূল্য দিয়ে অগ্রসর হতে পারে। কিন্তু এটি খুবই স্পষ্ট যে, ইউক্রেনে পুতিন কখনোই বিজয় পাবেন না।
বাইডেন হুঁশিয়ার করে বলেন, পুতিন একটি নগরীর নিয়ন্ত্রণ নিতে পারেন। কিন্তু পুরো ইউক্রেনের নিয়ন্ত্রণ কখনোই নিতে পারবেন না।