ঢাকায় নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে পাঁচ দিনব্যাপী পিয়ার সাইড ভ্যাসেল সার্চ কোর্স (পিভিএসটি) ট্রেনিং শুরু হয়েছে।
জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) সহযোগিতায় নৌ পুলিশের এই ট্রেনিং রোববার (১৩ ফেব্রুয়ারি) শুরু হয়।
নৌ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে রোববার এ খবর জানানো হয়।
পোস্টে বলা হয়েছে, প্রশিক্ষণে নৌ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ১৬ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।