চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অভিযানে আড়াই কেজি গাঁজাসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানাধীন তুলাতলী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন ২৮ বছর বয়সী মো. বাবু ও ২১ বছর বয়সী মো. সালাহউদ্দিন।
দুজনের মধ্যে বাবুর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এবং সালাহউদ্দিনের নামে ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা রয়েছে।