‘সবুজ করি কুড়িগ্রাম’ স্লোগানে দ্বিতীয় ধাপে কুড়িগ্রাম সদরের আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত নাগরিকদের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা গাছ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) চারা গাছ বিতরণ করেন জেলা পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরীদ হোসেন, টিআই (প্রশাসন) বানিউল আনামসহ জেলা পুলিশের অন্য সদস্যরা। ধরলা আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ১৩৬ পরিবারের মাঝে প্রায় ৩০০টি চারা গাছ বিতরণ করা হয়।
পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, “গাছ মন ভালো রাখে, সচ্ছলও করে”। বাংলাদেশের কোনো স্থান খালি বা পতিত থাকবে না।” সেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশ দ্বিতীয় ধাপে ফলদ, বনজ, ঔষধি চারাগাছ বিতরণের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।’
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘নিঃসন্দেহে জেলা পুলিশের ‘সবুজ করি কুড়িগ্রাম’ উদ্যোগটি খুবই ভালো, যা কুড়িগ্রামকে সবুজ শহরে রূপান্তর করবে বলে আশা করি। একটি গাছ আজীবনের বন্ধু। পৃথিবী ও প্রকৃতিকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে।’
কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল, কলেজসহ বিভিন্ন স্থানে জুলাই মাসজুড়ে জেলা পুলিশের পক্ষ থেকে চারা গাছ বিতরণ কর্মসূচি চলমান থাকবে বলে জানা গেছে।