ঢাকার সাভারের আশুলিয়া থেকে সাত হাজার ইয়াবা বড়িসহ আবিদ বেগ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা ডিবি উত্তরের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং (ব্লক-এ) থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবিদ আশুলিয়ার পলাশবাড়ীর ইউনাইটেড হাউজিংয়ের (ব্লক-এ) মো. নুরুন বেগের ছেলে।
তিনি প্রায় তিন বছর ধরে মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত রয়েছেন। এ ছাড়া তাঁর নামে তিনটা মামলাও রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আশুলিয়া থানা এলাকার পলাশবাড়ী ইউনাইটেড হাউজিং (ব্লক-এ) থেকে সাত হাজার ইয়াবাসহ আবিদকে গ্রেপ্তার করা হয়, যার বাজার মূল্য ২১ লাখ টাকা।
ঢাকা জেলা ডিবি উত্তরের পরিদর্শক (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, ‘আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসায় তাঁর সঙ্গে আরও দুজন সহযোগী রয়েছেন। তাঁদের নাম, ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া আসামির সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাঁকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’