ঢাকার আশুলিয়া থেকে হেরোইনসহ মফিজুল ইসলাম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তাঁর কাছ থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৪।
শুক্রবার (১২ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ এর এএসপি মাজহারুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তার মফিজুলের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন ধরে মাদকের কারবার করে আসছিলেন।
মাজহারুল ইসলাম আরও জানান, বাইপাইল বগাবাড়ী আমবাগান এলাকার একটি বাড়িতে কতিপয় মাদক কারবারি মাদক বিক্রয় করছেন এমন সংবাদের ভিত্তিতে সেই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রিতে জড়িত মফিজুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।