চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ অভিযান চালিয়ে চায়না ভ্যানের তিনটি চোরাই ব্যাটারি উদ্ধার করেছে। গ্রেপ্তার করেছে চুরির সঙ্গে জড়িত এক ব্যক্তি।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম জরুরি মোবাইল ডিউটিকালে ১৯ আগস্ট আনুমানিক বেলা ৩টার সময় আলমডাঙ্গা পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের দারুস সুন্নাহ নুরানী একাডেমি কাছারীপাড়া মাদ্রাসার অফিস কক্ষের সামনে থেকে মো. আরাফাত হোসেনকে (১৯) চোরাই ৩টি চায়না ভ্যানের ব্যাটারিসহ হাতেনাতে আটক করে। এই ৩টি ব্যাটারি আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা করা হয়েছে।