চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানাধীন বড় গাংনী পুলিশ তদন্তকেন্দ্রের সদস্যরা ১০২টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (১১ ডিসেম্বর) দুপুরে আলমডাঙ্গা থানাধীন চিৎলা গ্রামের নিজ বাড়ি থেকে আসামি মো. সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
বড় গাংনী তদন্তকেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. বশির উদ্দিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।