রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জেলায় সদ্য যোগ দেওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত ডিআইজি সুজায়েত হোসেন।
আরপিএমপি কমিশনার কার্যালয়ে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দুজনের সাক্ষাৎ হয়।
ওই সময় সুজায়েতের সঙ্গে ছিলেন রংপুর পিবিআইয়ের পুলিশ সুপার আবু বসার মোহাম্মদ জাকির হোসেন।
পুলিশ কমিশনার তাঁর কার্যালয়ে আগত কর্মকর্তাদ্বয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উভয়কেই শুভেচ্ছা স্মারক উপহার দেন।