আরপিএমপির প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও শিল্পীরা। ছবি: আরপিএমপি

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

আরপিএমপির পুলিশ লাইনস মাঠে রোববার সন্ধ্যা ৭টার দিকে এসব অনুষ্ঠান হয়।

প্রীতিভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপির কমিশনার নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরপিএমপির অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী, উপকমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আবু বকর সিদ্দীক, উপকমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপকমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মহিদুল ইসলাম পিপিএম, উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, উপকমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেনসহ অনেকে।

অনুষ্ঠানে বেতার ও টিভির সংগীতশিল্পীদের পাশাপাশি বিশেষ অতিথি এবং ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মেহেদুল করিম, পিপিএম সংগীত পরিবেশন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে