
রংপুর মেট্রোপলিটন পুলিশে (আরপিএমপি) নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) উত্তম কুমার পাল, পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মীরা।
সোমবার যোগদান উপলক্ষে তাঁকে এ অভ্যর্থনা জানানো হয়।
ওই সময় উপস্থিত ছিলেন আরপিএমপির উপকমিশনার (ইঅ্যান্ডডি) আবু সাইম, উপকমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম ও অতিরিক্ত উপকমিশনার (সদরদপ্তর) আইনুল হক।
আরপিএমপির অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকী নতুন সহকর্মীর হাতে ফুলের তোড়া তুলে দেন।