আরএমপি ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরের রাজপাড়া থানার হাই-টেক পার্ক এলাকায় অভিযান চালিয়ে ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তারকৃত শহিদ আলী (৫২) রাজশাহী মহানগরের দামকুড়া থানার চর মাজারদিয়াড় এলাকার প্রয়াত হারেজ আলীর ছেলে।

আরএমপি জানায়, আজ শনিবার বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবির একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার হাই-টেক পার্ক এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির এসআই মোহাম্মদ আবদুর রহমান ও তাঁর টিম বিকেল সোয়া চারটার দিকে রাজপাড়া থানার হাই-টেক পার্ক এলাকায় অভিযান চালিয়ে আসামি শহিদ আলীকে গ্রেপ্তার করে। ওই সময় আসামির কাছ থেকে ৭০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আরএমপির রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।