রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৬৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) রাতে নগরীর মতিহার থানাধীন বুড়ির বাগান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আবু রায়হানের (২৬) বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা এলাকায়।
আরএমপির সহকারী পুলিশ কমিশনার মোসা. আরজিনা খাতুন জানান, মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।