ডিবি পুলিশের হেফাজতে গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলাদেশ পুলিশ।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার মিরের চক এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার আসামি মো. বুলবুল (৪৮) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকার ফজলুল হক মন্টুর ছেলে।

জানা যায়, গতকাল ৩ জুন বিকেল ৫টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মিরের চক এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছেন।

এ সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো. মিজানুর ও তাঁর টিম বিকেল সোয়া ৫টায় মিরের চক এলাকায় অভিযান পরিচালনা করে আসামি বুলবুলকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি জানান, গাঁজাগুলো বিক্রয়ের জন্য তাঁর কাছে রেখেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গাঁজার ব্যবসা করে আসছেন।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।