আরএমপি ডিবির অভিযানে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ব্যক্তি। ছবি: বাংলাদেশ পুলিশ

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০টি ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

গ্রেপ্তার রবিউল ইসলামের (২৩) বাড়ি রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায়।

আরএমপি সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ডিবির একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। ওই সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন।

ওই সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবির এসআই মিজানুর রহমান ও তাঁর টিম বিকেল সাড়ে পাঁচটার দিকে বোয়ালিয়া থানার শেখেরচক মহলদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামি জুয়েল ইসলামকে গ্রেপ্তার করে। ওই সময় রবিউলের কাছ থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিলেন।

আরএমপির বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।