রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মাসিক কল্যাণ সভা রোববার (৮ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে।
আরএমপি পুলিশ লাইনস কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।
সভার শুরুতে পুলিশ সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত নেন আরএমপি কমিশনার।
কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি হিসেবে আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো. রাসেলুর রহমানকে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর পক্ষ থেকে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২২) তুলে দেন আরএমপি কমিশনার।
এ ছাড়া আরএমপিতে কর্মরত এসআই মো. আব্দুল করিম মিয়া ও কনস্টেবল মো. জালাল উদ্দিনকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) বিজয় বসাক বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, উপপুলিশ কমিশনার (সদর) মো. সাইফউদ্দীন শাহীন এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।